• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মা ও মেয়েকে গণধর্ষণ মামলার মূল আসামি মাধবদীতে আটক

নরসিংদীর মাধবদী থেকে শিবপুরের চাঞ্চল্যকর মা ও মেয়েকে গণধর্ষণ মামলার মূল আসামি মোখলেছকে আটক করেছে র‌্যাব ১১

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

মা ও মেয়েকে গণধর্ষণ মামলার মূল আসামি মাধবদীতে আটক

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মার্চ ২০১৯

নরসিংদীর মাধবদী হতে শিবপুরের চাঞ্চল্যকর মা ও মেয়েকে গণধর্ষণ মামলার মূল আসামি মোখলেছ মিয়া (৩৬) আটক করেছে র‌্যাব ১১। সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোখলেছ শিবপুর থানার সৃষ্টিগড় গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

র‌্যাব-১১ এর অধিনায়ক কর্ণেল কাজী শামশের উদ্দিন জানান, গত শুক্রবার ভিকটিম মা ও মেয়ে একসাথে ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসযোগে বাড়ি ফেরার সময় সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকায় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসষ্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়। এসময় ঘটনার মূলহোতা মোখলেছ (৩৬) ও তার সহযোগী দেলোয়ার হোসেন(৩০), শফিক (২৫), বাদল (৪২), বাবু (২৫), মোঃ আলমগীর(৪০) মা ও মেয়েকে বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে ফুসলিয়ে সৃষ্টিগড় এলাকার প্রাইম জুটমিলের মধ্যে পরিত্যক্ত কক্ষে নিয়ে সহযোগীরাসহ পালাক্রমে গণধর্ষণ করে। নির্যাতনের শিকার মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে মোখলেছ ও তার সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন ও শফিককে গ্রেফতার করে। শুক্রবার রাতেই নির্যাতনের শিকার মা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ।

এ ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি দল নজরদারী করাসহ উক্ত ঘটনার মূল হোতা মোখলেছ ও পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে সোমবার ভোর০৫ টায় জেলার মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে মোখলেছকে আটক করা হয়। তার নামে ইতিপূর্বে শিবপুর থানায় ডাকাতি, অস্ত্র ও আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনসহ নানা অপরাধে ৬টি মামলা রয়েছে।
এ দিকে শুক্রবারের শিবপুরে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে নির্যাতিতা মা ও মেয়ে। একই সাথে গ্রেফতারকৃত দুই ধর্ষককে ধর্ষণের সাথে জড়িত হিসেবে সনাক্ত করেন। রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল কাদেরের আদালতে এ জবানবন্দি প্রদান করেন। এদিকে অভিযুক্ত আরো তিন ধর্ষককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে দাবী করেছেন পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads