• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ফলের মধ্যে ‘মাদক পাচার’

ফলের মধ্যে ‘মাদক পাচার’

ছবি : সংগৃহীত

অপরাধ

ফলের মধ্যে ‘মাদক পাচার’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০১৯

রাজধানীতে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ একজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তি ফলের চালানের আড়ালে ফেনসিডিল পাচার করতেন। তার নাম মো. নেকবর হোসেন (৩২)। তিনি একজন ফল ব্যবসায়ী। র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (গতকাল) সকাল সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার কোতোয়ালি থানার ওয়াইজ ঘাট থেকে ফেনসিডিল পাচারের অভিযোগে মো. নেকবর হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র্যাব জানায়, পেয়ারা ভর্তি প্লাস্টিকের ঝুড়ির ভেতর অভিনব কায়দায় ফেনসিডিলের চালানটি সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় নিয়ে আসেন নেকবর। তিনি ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে এসব মাদক সরবরাহ করতেন। নেকবর হোসেনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলায়। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী। ঢাকার যাত্রাবাড়ীতে তার ফলের একটি আড়ত রয়েছে।

নেকবরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে নেকবর ফলের চালানের সঙ্গে লুকিয়ে ফেনসিডিল নিয়ে আসতেন।

অন্যবারের মতো এবারো পেয়ারাভর্তি প্লাস্টিকের ঝুড়ির ভেতর ফেনসিডিল নিয়ে তার চালানটি ওয়াইজ ঘাটে ফলের আড়তে আসে। এরপর নেকবর সেই চালানটি গ্রহণ করতে যান। তখন র্যাব-১১-এর একটি দল নেকবরকে হাতেনাতে গ্রেফতার করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads