• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
গুরুদাসপুরে কৃষকের হাত কেটে দিল দুর্বৃত্তরা

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

গুরুদাসপুরে কৃষকের হাত কেটে দিল দুর্বৃত্তরা

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৯

পূর্ব শত্রুতার জের ধরে নাটোরের গুরুদাসপুরে মোমিন আলী (৩৫) নামে এক কৃষকের ডান হাত কেটে রেখে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদমা গ্রামে এই ঘটনা ঘটে। আহত মোমিন আলীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মমিন আলী ওই এলাকার শুকুর সরদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৭ টার সময় মোমিন আলী সহ কয়েকজন মিলে ভুট্টার জমিতে ভুট্টা উঠানোর উদ্দেশ্যে রওনা হয়। এসময় উপজেলার হরদমা গ্রামের ন্যাংরার মোড় নামক স্থানে প্রতিপক্ষ একই এলাকার রমিজুলের ছেলে রাসেল (২৫), শরিফের ছেলে সোনা উল্লা(৩০), ময়েনের ছেলে টগর(৩৫), সোরাপের ছেলে জমিনসহ বেশ কয়েকজন হামলা করে। এসময় ধারালো অস্ত্র নিয়ে মোমিনের বাম পায়ে ও মাথায় কোপানোর পরে তার ডান হাত কেটে রেখে দেয়।

এ সময় স্থানীয় লোকজন আহত মোমিনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম ঘবলেন, ঘটনাস্থলে উত্তপ্ত পরিবেশ শান্ত রাখার জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads