• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পাঁচ লিটারে ৭৫০ মিলি জ্বালানি তেল কম!

পাঁচ লিটারে ৭৫০ মিলি জ্বালানি তেল কম!

সংরক্ষিত ছবি

অপরাধ

পাঁচ লিটারে ৭৫০ মিলি জ্বালানি তেল কম!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৯

পেট্রোল পাম্পগুলোতে পরিমাণে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগ বেশ পুরনো। ভোক্তারা অনেক সময় অভিযোগ করেও খুব বেশি উপকৃত হন না। এবার খোদ রাজধানীতে দুটি পাম্পে অভিযান চালিয়ে তেল কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সার্ভিল্যান্স টিমের সদস্যরা।

গতকাল বুধবার এই টিমের সদস্যরা দেখতে পান বাড্ডার মেসার্স ভাই ভাই অয়েল শপে জ্বালানি তেল প্রতি পাঁচ লিটারে ৭৫০ মিলি ও মেসার্স তানজিম এন্টারপ্রাইজে ৬০০ মিলি কম দেওয়া হয়। এ কারণে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

বিএসটিআই থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিম বাড্ডায় মেসার্স ভাই ভাই অয়েল শপে জ্বালানি তেল পরিমাপে প্রতি পাঁচ লিটারে ৭৫০ মিলি ও মেসার্স তানজিম এন্টারপ্রাইজ ৬০০ মিলি কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া ভাটারা এলাকার মেসার্স হক বেকারি অ্যান্ড সুইটসের হক ব্র্যান্ডের বিস্কুট পণ্যের লেবেলে ওজন, মূল্য ও উৎপাদন তারিখ না থাকা এবং ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় মামলা করা হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন। এ সময় পরিদর্শক মো. লিয়াকত হোসেন, মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads