• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
টাঙ্গাইলে ১৭ দিনে ৫ ধর্ষণ

টাঙ্গাইলে ১৭ দিনে ৫ ধর্ষণ

প্রতীকী ছবি

অপরাধ

টাঙ্গাইলে ১৭ দিনে ৫ ধর্ষণ

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০১৯

চলতি মাসের গত ১৭ দিনে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় পাকিস্তানি তরুণীসহ ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন পাঁচজন। জেলার ৫টি উপজেলায় ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। এর মধ্যে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগও রয়েছেন। ছাত্রী-কিশোরী, তরুণী ও গৃহবধূসহ ছয়জন শ্লীলতাহানির শিকার হয়েছেন।

গোপালপুরে দাদার বাড়ি বেড়াতে আসা এক পাকিস্তানি কিশোরীকে চাচাতো ভাই কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণ মামলায় ধর্ষকের মাকে গ্রেফতার ও অপহূত পাকিস্তানি কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোপালপুর থানায় মামলা করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার প্রধান আসামির মা আনোয়ারা বেগমকে (৪৭) গ্রেফতার করে। পরে ধর্ষকের মায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার ভোররাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহিষাকান্দি মোড়ের এক বাসা থেকে বন্দি অবস্থায় ধর্ষিতাকে উদ্ধার করা হয়।

জানা যায়, ভিসা নিয়ে মায়ের সঙ্গে বাংলাদেশে বেড়াতে এসে প্রথমে অপহরণ ও পরে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। সে পাকিস্তানের নিউ করাচির সুপার হাইওয়েজ রোডের নাগরিক ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা হুমায়ুন কবীর আনুমানিক পঁচিশ বছর আগে পাকিস্তানের নিউ করাচিতে গিয়ে নিহত হন। তবে এর আগে সেখানে নিলুফার বেগম নামে এক পাকিস্তানি নাগরিক বিয়ে করে গার্মেন্টস ব্যবসা শুরু করেন তিনি। পাঁচ মাস আগেও পাকিস্তানি নাগরিক নিলুফার বেগম ছয় মাসের ভিসা ও কন্যাকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়িতে বেড়াতে আসেন। ওঠেন উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা ভাসুর আব্দুল ওয়াদুদের বাড়িতে। সেখানে ওঠার পর থেকেই আরেক ভাসুর আবুল হোসেনের বখাটে ছেলে আল আমিন ওই কিশোরীকে উত্ত্যক্ত করতে থাকে।

গত সোমবার দুপুরে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী কুপ্রস্তাব ও শরীরে আপত্তিকর স্থানে হাত দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ৭ এপ্রিল দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী প্রধান শিক্ষক আব্দুল খালেকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার এবং শিক্ষার্থীর পরিবার ভূঞাপুর থানা মামলা করেন।

সখীপুর উপজেলায় প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রেমিকাকে ধর্ষণের প্রধান আসামি মো. সাদ্দামকে (২৭) গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২-এর সদস্যরা। গত ৫ এপ্রিল ভোরে টাঙ্গাইল পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার রাঙামাটি কর্টেস থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মো. শফিকুর রহমান।

গত ১২ এপ্রিল টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকার ডিসি লেকসহ বিভিন্ন স্থানে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে। রাত ৯টার দিকে পৌর শহরের ডিসি লেকে এ ঘটনা ঘটে। রাতেই ধর্ষিতা স্বামী এ বিষয়টি টাঙ্গাইল মডেল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ভোর রাতে ৬ জন ধর্ষককে আটক করে। পলাতক রয়েছে ২ জন।

সিনেমায় নায়িকা বানানোর প্রতিশ্রুতি দিয়ে গোপালপুরে এক কলেজছাত্রীকে (১৯) আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আকাশ ওরফে ফারুক শিকদারকে আটক করেছে পুলিশ। ধর্ষক আকাশ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাইটকুমরা গ্রামের কাইয়ুম শিকদারের ছেলে। এ ঘটনায় গত ১৪ এপ্রিল রাতে গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামবাসী ছাত্রীকে উদ্ধার করে অভিযুক্ত ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। পরে গত রোববার গভীর রাতে মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আকাশকে প্রধান আসামি করে তার সহযোগী অজ্ঞাত আরো দুজনের বিরুদ্ধে গোপালপুর থানায় একটি মামলা করেন।

গত সোমবার দুপুরে অভিযুক্ত আসামি আকাশকে টাঙ্গাইল আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাগরপুরে গত রোববার প্রেমিকাকে বৈশাখী মেলায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে বন্ধুর বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে (১৬) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষণকারী ও ধর্ষণে সহযোগিতাকারীকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ধর্ষণকারী হলেন, উপজেলার বেকড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মোবারক হোসেন (২০) ও তার সহযোগী একই উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে রাজিব মিয়া কালু (২২)। তাদের আটক করেছে পুলিশ। উপজেলার চৌবাড়িয়া বন্ধু রাজিবের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে গত সোমবার দিবাগত গভীর রাতে ধর্ষিতার বাবা ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন। নাগরপুর থানার ওসি আলম চাঁদ এ ধর্ষণের নিশ্চিত করেছেন।

জেলার ভূঞাপুরে মেয়েদের উত্ত্যক্ত ও শরীরে বডি স্প্রে করার অপরাধে পাঁচ বখাটের অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড প্রদান দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads