• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
গোদাগাড়ীতে ঘুষের টাকাসহ সমবায় কর্মকর্তা গ্রেফতার

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে আট সদস্যের একটি দল অভিযান চালিয়ে সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ হাতেনাতে ধরেছে দুর্নীতি দমন কমিশন

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

গোদাগাড়ীতে ঘুষের টাকাসহ সমবায় কর্মকর্তা গ্রেফতার

  • প্রকাশিত ১৪ মে ২০১৯

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে ঘুষের টাকাসহ সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ দাসকে হাতেনাতে ধরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ওই কর্মকর্তাকে তার কার্যালয় থেকে আটক করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে আট সদস্যের একটি দল ।

দুদকের এক র্কমকর্তা জানান, সরমংলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য গত ১৩ মার্চ স্থানীয় এক ব্যক্তি আবেদন করেন। ওই সমিতির নিবন্ধনের জন্য তার কাছে নৃপেন্দ্র নাথ ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি টাকা দিতেও রাজি হন এবং প্রথম দফায় সাত হাজার টাকা দেন নৃপেন্দ্র নাথ’কে। এরপর ভুক্তভোগী দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ করলে দুদক ওই সমবায় কর্মকর্তাকে গ্রেফতারের প্রস্তুতি নেয়। অতঃপর আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে ঘুষের বাকি আট হাজার টাকা নেওয়ার সময় নৃপেন্দ্র নাথ দাসকে হাতেনাতে আটক করে দুদকের দল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads