• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মেহেরপুরে 'মাদক ব্যবসায়ীদের' গোলাগুলিতে নিহত ১

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

মেহেরপুরে 'মাদক ব্যবসায়ীদের' গোলাগুলিতে নিহত ১

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২২ মে ২০১৯

মেহেরপুরের গাংনীতে 'দুই দল মাদক ব্যবসায়ীদের' গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নাজমুল হোসেন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে করমদি মাঠপাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে অস্ত্র-মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

নিহত নাজমুল হোসেন গাংনী উপজেলার সীমান্ত ঘেষা সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান,মঙ্গলবার মধ্যরাতে করমদী মাঠপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটে গোলাগুলির শব্দ শুনে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ ও ১টি দেশীয় পিস্তল এবং ১টি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় এক গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ লাশটি নাজমুল হোসেন নামের মাদক ব্যবসায়ীর বলে সনাক্ত করা হয়। মাদক ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দের জের ধরে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় নাজমুল নিহত হয় বলে ধারণা করা হচ্ছে।

নাজমুল হোসেনের নামে মাদক ব্যবসার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads