• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
টেকনাফে 'বন্দুকযুদ্ধে' মাদক মামলার আসামি নিহত

সংগৃহীত ছবি

অপরাধ

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' মাদক মামলার আসামি নিহত

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মে ২০১৯

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে সদর ইউনিয়ন লম্বরী মেরিন ড্রাইভ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতের নাম মো. হানিফ। সে হ্নীলা ইউনিয়ন নাটমুরা পাড়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। পুলিশের দাবী, ওই ঘটনায় তাদের তিন সদস্য আহত হয়েছে। তারা হচ্ছেন কনস্টেবল আব্দুর শুক্কুর, মংথিন প্রো এবং জুয়েল বড়ুয়া। 

ঘটনাস্থল তল্লাশি করে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার   (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গতকাল বুধবার সকালে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত এই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত আসামি হানিফের স্বীকারোক্তি অনুযায়ী মেরিন ড্রাইভ এলাকায় গোপন স্থানে লুকিয়ে রাখা ইয়াবা, অস্ত্র উদ্ধার করতে অভিযানে যায় পুলিশ। এই সময় তার সহযোগীরা পুলিশ উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ী গুলিবর্ষষ করে। এতে পুলিশের ৩ সদস্য আহত হয়। এরপর আত্বরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালালে আটক মাদক ব্যবসায়ী হানিফ গুলিবিদ্ধ হয়। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

থানা সুত্রে জানা যায়, বন্দুকযুদ্ধে নিহত হানিফ হ্নীলা ইউনিয়ন ৫নং ওয়ার্ড এলাকার চিহ্নিত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads