• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পুলিশের জালে সিম বায়োমেট্রিক প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

সিম বায়োমেট্রিক প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

পুলিশের জালে সিম বায়োমেট্রিক প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মে ২০১৯

গাজীপুরের শ্রীপুরে বায়োমেট্রিক জালিয়াত চক্রেরর সাথে জড়িত ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানার পুলিশ।

আজ বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের ফরিদপুর জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। কিছু দিন আগে শ্রীপুর থেকে খুলনাগামী মাল বোঝাই একটি ট্রাক উধাও ঘটনার অনুসন্ধান করতে গিয়ে এ চক্রের সন্ধান পায় পুলিশ।

পুলিশের কাছে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো ফরিদপুরের নগরকান্দা উপজেলার শেখ মাহমুদ আলমের ছেলে শেখ লালন, লস্করদি গ্রামের মোহাম্মদ সোবাহানের ছেলে ইমরান হোসেন, শর্ষা গ্রামের এস্তেফা মাতব্বরের ছেলে শাহীন মাতব্বর ও ফরিদপুরের কোতোয়ালী উপজেলার ভাটপাড়া গ্রামের মোহাম্মদ আবদুস সালামের ছেলে রাশেদ খান।

শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা জানান বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ চক্রকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, মাল বোঝাই ট্রাকটি শ্রীপুর থেকেই উধাও হয়। পরে শ্রীপুর থানায় এ ঘটনায় মামলা হলে ট্রাকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যপ্রযুক্তির সহায়তায় খুঁজতে গিয়ে বায়োমেট্রিক জালিয়াতির বিষয়টি ধরা পরে। তিনি বলেন, ট্রাকের চালক, সহকারী ও মালিকের অবস্থান জানতে তাদের সিমের তথ্য জানার চেষ্টা করা হয়। এ সময় বেরিয়ে আসে গ্রামের সহজ সরল ব্যক্তিদের নামে রেজিস্ট্রেশন করা সিম। পরে এ ঘটনায় জড়িত গ্রামীণ ফোনের মার্কেটিংয়ে কর্মরত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ফিঙ্গার প্রিন্ট স্ক্যান করার ট্যাব, মোবাইল ফোন, ৩৫টি বায়োমেট্রিক রেজিস্ট্রার্ড সিম উদ্ধার করা হয়।তিনি আরো জানান তারা এ চক্রের সদস্য তা প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরো অধিক তদন্ত করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads