• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বান্দরবানে অপহরণের তিনদিন পর আ.লীগ নেতার লাশ উদ্ধার

প্রতীকী ছবি

অপরাধ

বান্দরবানে অপহরণের তিনদিন পর আ.লীগ নেতার লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ মে ২০১৯

অপহরণের তিনদিন পর বান্দরবান পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক বান্দরবান পৌরসভার কাউন্সিলর চথোয়াই মংয়ের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১টায় সদর উপজেলার জর্ডান পাড়া সংলগ্ন গহীন অরণ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, জর্ডান পাড়ায় এক যুবকের লাশ পড়ে আছে, স্থানীয় লোকদের মাধ্যমে এমন তথ্য পাওয়ার পর পুলিশ ওই পাড়ার জঙ্গল থেকে চথোয়াই মংয়ের লাশ উদ্ধার করে।

স্থানীয় মেম্বার অংচালা মারমা লাশ সনাক্ত করেছেন।

বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর জানান, অপহৃত চথোয়াই মংয়ের লাশ পাওয়া গেছে। এখন দলীয় নেতাকর্মীদের নিয়ে জর্ডান পাড়ায়ে অবস্থান করছে।

উল্লেখ, গত ২২ মে রাত ৯টায় সশন্ত্র সন্ত্রাসীরা বাগান বাড়ি থেকে চথোয়ইমংকে অপহরণ করে। অপহরণের পরপরই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads