• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ট্রাক বোঝাই চাল ছিনতাই

ছবি : সংগৃহীত

অপরাধ

ট্রাক বোঝাই চাল ছিনতাই

চালক হেলপার আটক

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মে ২০১৯

বগুড়ায় এক ব্যবসায়ীর ট্রাক বোঝাই চাল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে কাহালু উপজেলার তিনদিঘি এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকটি সোমবার সকালে বগুড়ার শাজাহানপুর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বগুড়া সদরের নামুজা এলাকা থেকে চাল বোঝাই ট্রাক দুপচাঁচিয়া খাদ্যগুদামের উদ্দেশে নেওয়া হচ্ছিল। পুলিশ এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গ্রেফতাররা হলো- চালক সোহেল উদ্দিন, হেলপার জাকির হোসেন ও সোহাগ। ছিনতাই হওয়া চালের মূল্য প্রায় ৯ লাখ টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপচাঁচিয়া উপজেলার চাল ব্যবসায়ী ও মিলার শাহিনুর আলম বগুড়া সদরের নামুজা এলাকার একটি অটোরাইস মিল থেকে ২৫ টন চাল নেন। তার দাবি নিজের মিল নষ্ট থাকায় তিনি অন্য মিল থেকে ধান ভেঙে চাল নিয়ে খাদ্যগুদামে সরবরাহের জন্য নিজের মিলে নিচ্ছিলেন। তবে সূত্র জানায়, চালগুলো নামুজার মিল থেকে খাদ্যগুদামে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পথে রাত ১০টার দিকে বগুড়ার কাহালু উপজেলার তিনদিঘি কাউরা বাজার এলাকায় চাল বোঝাই ট্রাক ছিনতাই হয়। দুর্বৃত্তরা ট্রাক থামিয়ে এর চালক ও হেলপারকে বেঁধে চাল বোঝাই ট্রাক ছিনতাই করে। সোমবার সকাল ১০টার পর শাজাহানপুরের বনানী এলাকায় ছিনতাই হওয়া ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে পুলিশ ট্রাকটি শাজাহানপুর থানা পুলিশ উদ্ধার করে। চাল ব্যবসায়ী শাহিনুর জানিয়েছেন, ট্রাকটি মূল চালক সোহেল চালাচ্ছিল না। ভোর ৫টার দিকে চালক তাকে ট্রাকসহ চাল ছিনতাইয়ের বিষয়টি জানায়।

এ ব্যাপারে কাহালু থানার ওসি জিয়া লতিফুল জানান, চাল ছিনতাইয়ের ঘটনায় চালক ও হেলপারের ভূমিকা সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বক্তব্যে অসংলগ্নতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads