• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নরসিংদীতে কলেজ ছাত্রীর শরীরে আগুন, আটক ১

নরসিংদীতে ফুলন রানী বর্মণ নামে এক কলেজ ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সদর হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

নরসিংদীতে কলেজ ছাত্রীর শরীরে আগুন, আটক ১

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুন ২০১৯

নরসিংদীতে ফুলন রানী বর্মণ (২২) নামে এক কলেজ ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সজিব রায় (২৭) নামে একজনকে রায়পুরা থেকে আটক করেছে পুলিশ।

দগ্ধ ফুলন বর্মণ বীরপুর এলাকার যুগেন্দ্র বর্মণ এর মেয়ে ও নরসিংদীর উদয়ন কলেজ থেকে গত বছর এইচএসসি পাশ করেছে। আর আটককৃত সজিব রায় রায়পুরা উপজেলার শ্রীরামপুরের লনী গোপাল রায়ের ছেলে।

নরসিংদী মডেল থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফুলন তার মামার সাথে দোকানে কেক আনতে যায়। মামা কেক কিনে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। ফুলন কেক নিয়ে বাড়ীর আঙ্গিনায় পৌছলে অজ্ঞাতনামা দুইজন দুর্বৃত্ত তার হাত মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফুলনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সুপার মিরাজ উদ্দিন (বিপিএম) ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী তপন মল্লিক বলেন, হঠাৎ চিৎকার শুরু হয়। ঘর থেকে বের হয়ে দেখি, একটা মেয়ের শরীরে আগুন জ্বলছে। আগুন জ্বলছে আর ঘুরছে। পাশে মহিলারা দেখছে। পরে একটি ভেজা চট নিয়ে তার শরীরে চাপা দিয়ে আগুন নেভানো হয়।

অপর প্রত্যক্ষদর্শী সঞ্জিত বর্মন বলেন, আগুন লাগানোর পর ফুলন চিৎকার করছিল। ওই সময় তার মাথার সকল চুল পুড়ে যায় এবং শরীরের পেছনের দিকে বেশি পুড়েছে। আগুন নিভিয়ে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে কর্তব্যরত ডাক্তারা তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করে। তার শরীরের ২০ শতাংশ পুড়েছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন বলেন, মেয়েটি কেক নিয়ে বাড়ী ফেরার পথে কে বা কারা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে একটি কেরোসিন বোতল, দিয়াশলাই বক্স, তার শরীরের ওড়না, চুল সহ বিভিন্ন আলামত সংগ্রহ করছি। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে সজিব রায়কে রায়পুরা থেকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারন উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads