• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মানব পাচার মামলার ২ আসামি নিহত

প্রতীকী ছবি

অপরাধ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মানব পাচার মামলার ২ আসামি নিহত

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুন ২০১৯

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই যুবক নিহত হয়েছে।  শনিবার দিবাগত রাতে কাটাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাইট্যংপাড়ার রশিদ আহমেদের ছেলে মো. রুবেল হোসেন (২৮) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের শরণার্থী হাবিবুল্লাহর ছেলে ওমর ফারুক (৩৩)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, নিহত দুজনই মানব পাচার মামলার পলাতক আসামি ছিলেন।

তিনি বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানব পাচারকারী দলের সদস্যদের গ্রেপ্তার করতে সাবরং কাটাবুনিয়া নৌকাঘাট এলাকা অভিযান চালায় পুলিশের একটি দল। সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মানব পাচারকারী দলের সদস্যরা। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্যান্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় রুবেল ও ফারুকের লাশ উদ্ধার করা হয়।  এছাড়া ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি প্রদীপ কুমার দাশ আরও বলেন, এখনো যারা মাদক ও মানব পাচারে সক্রিয়ভাবে জড়িত রয়েছে তাদের চিরতরে নির্মুল করার জন্য আমাদের পুলিশ সদস্যদের চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads