• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নরসিংদীতে রোহিঙ্গা পাসপোর্ট করার সময় দালাল

আটককৃত দালাল ইমান আলী

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

নরসিংদীতে রোহিঙ্গা পাসপোর্ট করার সময় দালাল

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুন ২০১৯

নরসিংদীতে ভূয়া ঠিকানা ও নকল কাগজপত্র ব্যবহার করে এক রোহিঙ্গা নাগরিককে পাসপোর্ট করার সময় দালালসহ আটক করা হয়েছে। পরে তাদের পুলিশের নিকট শোপর্দ করা হয়।

আজ রবিববার দুপুর ৩ টার দিকে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-দালাল ইমান আলী ও কাগজপত্রে আটককৃত রোহিঙ্গা নাগরিক এর নাম ইয়াসমিন আক্তার (২০) ও পিতা ইউসুফ মিয়া উল্লেখ করা হয়।

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, দুপুরে জরুরী সেবার ভিত্তিতে দালাল ইমান আলী রোগী সাজিয়ে এক রোহিঙ্গা নারীকে নিয়ে পাসপোর্ট করতে আসেন । তাদের গতিবিধি সন্দেহ জনক ছিল। তাই কাগজপত্র যাচাই বাছাই করা হয়। তারা সকল কাগজ পত্রে মাধবদী পৌরসভার ঠিকানা ব্যবহার করে। যাচাইয়ের পর সকল কাগজ পত্র জাল হিসেব সনাক্ত হয়। পরে তাদের আটক করা হয়। এক পর্যায়ে দালাল ইমান আলী স্বীকার করেন ইয়াসমিন আক্তার নামে যে মেয়েটিকে নিয়ে এসেছে সে রোহিঙ্গা নাগরিক। তাকে সে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে নিয়ে এসেছে।

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শাজাহান কবির বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে এই নারীকে নিয়ে আসা হয়। দুপুর ১২টা দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় শাহ আলম নামে এক জন এই নারীকে দালাল ইমান আলীর নিকট হস্তান্তর করেন। পরে তারা দুই জন কাগজ পত্র নিয়ে পাসপোর্ট অফিসে আসেন কাগজপত্র জমা দিতে। তাদের গতিবিধি সন্দেহ হলে কাগজ পত্র যাচাই করা হয়। সেখানে জাতীয় পরিচয় কার্ড নেই। অন্যান্য যেসব কাগজপত্র যুক্ত করা হয়েছিল,তা বেশির ভাগই জাল। পরে তাদের আটক করে পুলিশে শোপর্দ করা হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দজ্জামান বলেন, রোহিঙ্গাসহ দালালকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads