• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
এতিমখানার পুকুরে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

এতিমখানার পুকুরে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

  • শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুন ২০১৯

বগুড়ার শেরপুরের ধড়মোকাম শাহতুরকান হাফেজিয়া মাদরাসার চাষ করা তিনটি পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ভোরবেলা এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম হাওয়াখানার তিনটি পুকুরে ধড়মোকাম শাহতুরকান হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী মাদ্রাসার এতিম ছাত্রদের খরচের জন্য মাছ চাষ করেছিল। এই তিনটি পুকুরে প্রায় ১০ লাখ টাকার রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করা হচ্ছিল। মাছগুলো কিছুদিন পরেই তারা বিক্রি করত। ভোরবেলা পুকুরগুলোতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।বিষ প্রয়োগের পরেই সব মাছ মরে ভেসে ওঠে। পরে মাছগুলো এলাকাবাসী হরিলুট করে।

এ বিষয়ে মাদরাসার সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, এত বড় সর্বনাশ কে করল আল্লাহই জানেন। আমরা এর কোনো প্রতিকার চাই না যা হয়েছে এতে কিছু করার নাই।

মাদরাসার সভাপতি আশরাফ উদ্দিন বলেন, গ্রামবাসীর মিলে চাঁদা উঠিয়ে মাছ চাষ করি কিন্তু কে বা কারা বিষ প্রয়োগ করছে আমরা দেখতে পারিনি। আমি এর কোনো প্রতিকার করতে পারব না। গ্রামবাসী এর কোন পদক্ষেপ নিতে চাইলে নেবে আমরা নেব না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সভাপতি ও সেক্রেটারী বলেন, আমরা নামে মাত্র। কিন্তু এতিম খানার দেখাশোনা করেন গ্রামবাসীরা। তারাই মাছ চাষ করছে।

এ বিষয়ে শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, মাছ নিধনের ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনও পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads