• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সাতক্ষীরায় পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, আটক ২

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

সাতক্ষীরায় পুলিশে চাকুরী পাইয়ে দেওয়ার প্রতারণা, আটক ২

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুন ২০১৯

সাতক্ষীরায় পুলিশে নিয়োগ পাইয়ে দেওয়ার নামে প্রতারণাকালে এক চাকরি প্রার্থী ও এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা  পুলিশ (ডিবি)। এ সময় তাদের  কাছ থেকে ১১ লাখ টাকা জব্দ করা হয়েছে।

আজ বুধবার সকালে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানোর আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে ডিবি পুলিশ।

এর আগে, আজ সকালে শহরের পুলিশ লাইনের পাশের মৎস্য অফিসের সামনে থেকে অর্থ লেনদেনকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের আবুল হোসেনের ছেলে প্রতারক আসাদুজ্জামান (২৭) ও কলারোয়া উপজেলার নারায়নপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে চাকুরী প্রার্থী দেলোয়ার হোসেন (২১)।

সাতক্ষীরা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম জানান, বল্লী গ্রামের আসাদুজ্জামান পুলিশ কনস্টেবল হিসেবে চাকুরী পাইয়ে দেওয়ার নামে নারায়নপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেনের সাথে ১১ লাখ টাকা চুক্তি করে। মঙ্গলবার বিকালে ওই টাকা লেনদেনকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুলিশ লাইনের পাশে মৎস্য অফিসের সামনে থেকে তাদেরকে ১১ লাখ টাকাসহ হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads