• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে

ছবি : সংগৃহীত

অপরাধ

মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে

শঙ্কায় রিফাতের পরিবার

  • বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুলাই ২০১৯

বরগুনায় দিনদুপুরে স্ত্রীর সামনে শাহনেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) কুপিয়ে হত্যায় জড়িত প্রধান আসামিরা এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন তার পরিবার ও স্বজনরা। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, প্রধান ঘাতকসহ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

জেলা পুলিশের তথ্যানুযায়ী, রিফাত শরীফকে হত্যার ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার এজাহারভুক্ত চারজন এবং বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিও ফুটেজ দেখে ও হামলাকারীদের সঙ্গে সম্পৃক্ততার তথ্য ঘেঁটে।

এ আটজনকে গ্রেপ্তার করা হলেও রিফাতের স্বজনসহ স্থানীয়দের মাঝে এখনো স্বস্তি আসেনি। তারা বলছেন, হত্যাকাণ্ডের ৬ দিন অতিবাহিত হলেও রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড ও রিফাত ফরাজি এখনো গ্রেপ্তার না হওয়ায় প্রকৃত দোষীরা শাস্তি পাবে কি না, এ নিয়ে তারা শঙ্কিত। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কলেজছাত্র শোভন বলেন, নয়ন বন্ড ও রিফাত ফরাজি আগে থেকেই মাদকসহ বহু মামলার আসামি। তারপরও তারা বীরদর্পে ঘুরছে। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও হত্যাকাণ্ডে এ দুজনকে এখনো গ্রেপ্তার হয়নি। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সবার বিচার দাবি জানাই।

স্থানীয়রা বলছেন, ঘটনার পরপরই পুলিশ তৎপর হলে নয়ন বন্ড, রিফাত ফরাজি ও রিশান ফরাজিসহ মামলার মূল আসামিদের গ্রেপ্তারে এত বেগ পেতে হতো না। সময় যাচ্ছে, কিন্তু মামলার মূল আসামিরা গ্রেপ্তার হচ্ছে না। এভাবে বিলম্বিত হলে তাদের পার পেয়ে যাওয়ার শঙ্কা থেকে যায়।

বরগুনার পৌর শহরের ডিকেপি রোড এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড)। তবে তাদের আদিনিবাস পটুয়াখালী জেলার দশমিনায়। ছিনতাই, ছাত্রদের মোবাইল জিম্মি করে টাকা আদায়, যাকে-তাকে ধরে মারধর থেকে তার অপরাধ প্রবণতা শুরু হলেও ধীরে ধীরে মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়েন তিনি। নয়নের নেতৃত্বে স্থানীয় যুবকদের নিয়ে একটি গ্রুপও তৈরি করা হয়। যার প্রধান সহযোগী ছিলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি সড়কের দুলাল ফরাজীর দুই ছেলে রিফাত ফরাজি ও রিশান ফরাজি। তারা বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের আত্মীয় বলে এলাকায় পরিচয় দিয়ে থাকেন।

জানা গেছে, নয়ন বন্ডের সঙ্গে বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের ‘সখ্য’ রয়েছে। যদিও এ নিয়ে চলছে আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে কাদা ছোড়াছুড়ির ঘটনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads