• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আরো দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ছবি : সংগৃহীত

অপরাধ

রিফাত হত্যা

আরো দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুলাই ২০১৯

রিফাত হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার নাজমুল হাসান ও মোহাম্মদ সাগর। এ সময় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য জড়িত সন্দেহে গ্রেপ্তার আরেক আসামি কামরুল হাসান সাইমুনের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

গতকাল শুক্রবার রাতে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে জবানবন্দি দেয় আসামিরা। বিচারক জবানবন্দি গ্রহণ শেষে দুই আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে এখন পর্যন্ত এ মামলায় ছয়জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ন কবির বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার নাজমুল হাসানকে প্রথমে তিন দিনের এবং পরে আরো পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এছাড়া কামরুল ইসলাম সাইমুন ও মোহাম্মদ সাগরকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে সন্ধ্যার পর তাদের বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।’

এর আগে এ মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। তাদের মধ্যে রয়েছে এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে পাঁচজন এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজন। এ মামলায় এখনো এজাহারভুক্ত ছয় আসামি পলাতক।

প্রথমে গত ১ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি অলি ও জড়িত সন্দেহে গ্রেপ্তার তানভীর। এরপর ৪ জুলাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মামলার ৪ নম্বর আসামি চন্দন ও ৯ নম্বর আসামি মোহাম্মদ হাসান।

প্রসঙ্গত, গত ২৬ জুন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নয়ন বন্ড, রিফাত ফরাজীসহ দুর্বৃত্তরা। রিফাত শরীফের স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারীদের বাধা দিয়েও স্বামীকে রক্ষা করতে পারেননি। রিফাতকে কুপিয়ে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads