• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মন্ত্রী বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারণা, কালিয়াকৈর থানায় জিডি

ফাইল ছবি

অপরাধ

মন্ত্রী বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারণা, কালিয়াকৈর থানায় জিডি

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৯

মুক্তিযুদ্ধ বিষয়য়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির নামে অবমাননাকর ও কুরুচিপূর্ণ কথা  লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের  ঘটনায়  গাজীপুরের কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলিম আল রাজী ওরফে রাজীব ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বাদী হয়ে বিকালে কালিয়াকৈর থানায় পৃথক জিডি করেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, জনৈক মকটেল হোসাইন মুক্তি নামের ফেইসবুক  আইডিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক এমপির নামে  একাধিকবার অবমাননাকর ও কুরুচিপূর্ণ কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। এটা অনেকেই আবার শেয়ার করেছে। ফলে মন্ত্রীর মানসম্মান ক্ষুন্নসহ সরকারের ভাবমুর্তি নষ্ট হয়েছে। 

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার মো. কাশেম মিয়া  বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলিম আল রাজী ওরফে রাজীব শনিবার বিকালে কালিয়াকৈর থানায় একটি  সাধারণ ডায়েরি করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads