• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
টেকনাফে পালকি পরিবহন থেকে ১২ হাজার ইয়াবা উদ্বার

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মহিলা পাচারকারী আটক

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

বিজিবির অভিযান

টেকনাফে পালকি পরিবহন থেকে ১২ হাজার ইয়াবা উদ্বার

শিশুসহ তিন নারী আটক

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৯

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মহিলা পাচারকারীকে আটক করেছে।

আজ রবিবার (১৪ জুলাই) সকাল ৯ টায় হোয়াইক্যং বিওপি ক্যাম্প চেকপোস্টে দায়িত্বরত হাবিলদার শাহজাহান খানের নেতৃত্বে একটি বিজিবি টহল দল কক্সবাজারগামী পালকি পরিবহনে তল্লাশী চালিয়ে তাদের আটক করেন। দুপুর ১ টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন হলরোমে আয়োজিত সংবাদ সম্মেলে অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, লেদার উলা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪১), মেয়ে রুমা আক্তার (১০) ও হ্নীলা ফুলের ডেইলের নুরুল আলমের স্ত্রী লাইলা বেগম (৫১)।

ইয়াবা পাচারকারীরা ফাঁদে ফেলে স্কুল মাদ্রাসায় পড়ুয়া শিশুদের ব্যবহার করার প্রবণতা বাড়ছে। তাই কিশোরী রুমার ব্যপারে তদন্ত স্বাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েেছ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads