• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সোনারগাঁয়ে পরিবহন চাদাঁবাজ গ্রেপ্তার

চাঁদাবাজ মোমেন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

সোনারগাঁয়ে পরিবহন চাদাঁবাজ গ্রেপ্তার

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুলাই ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদাবাজি করার সময় হাতে নাতে চাঁদাবাজ মোমেন মিয়া (৩৫) নামের চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

আজ শনিবার দুপুরে উপজেলার কাঁচপুর এস এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনের উত্তর পাশের লেগুনা স্ট্যান্ড থেকে তাকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৮ শ ৩০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানায়, উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে রাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা, লেগুনা, টেম্পু ইত্যাদি চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ৩শ টাকা করে চাঁদা আদায় করে আসছে। স্থানীয় চালক ও জনসাধারনের কাছ থেকে জানা যায় কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে। পরে অভিযান চালিয়ে চাদাঁ আদায়কালে মোমেন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে চাদাঁবাজী মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads