• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জামালপুরে 'বন্দুকযুদ্ধে' হত্যাসহ ১৮ মামলার আসামি নিহত

প্রতীকী ছবি

অপরাধ

জামালপুরে 'বন্দুকযুদ্ধে' হত্যাসহ ১৮ মামলার আসামি নিহত

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুলাই ২০১৯

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে'  শিপন মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বকশীগঞ্জ থানার দুইজন এসআইসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাইপগানসহ বেশকিছু মাদক দ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত রাত চারটার দিকে ভারতীয় সীমান্তবর্তী কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের ডুমুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিপন শেরপুর সদর উপজেলার মুন্সীরচর এলাকার জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যামামলাসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।  

বকশীগঞ্জ থানার ওসি এ.কে এম মাহবুব আলম জানান, রোববার রাতে ডাকাতির সময় শিপনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে কামালপুর ইউনিয়নের ডুমুরতলা এলাকায় মাদক বিরোধী অভিযানে নামে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপনের সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান শিপন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা, একটি মোটর সাইকেল, ১টি পাইপগান ও ৩টি রামদা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের এস আই আব্দুল আজিজ, এস আই রাজু, কনস্টেবল মিজানুর রহমান ও নকরেট আহত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads