• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
 কুমিল্লায় 'ছেলেধরা' নিয়ে অপপ্রচার, আটক ১

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

কুমিল্লায় 'ছেলেধরা' নিয়ে অপপ্রচার, আটক ১

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদ্মা সেতুতে মানুষের মাথা প্রয়োজন বলে গুজব ছড়ানো, প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করার কারণে মো. শামীম হোসেন নামের এক গাড়ী চালককে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ। সে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার কলকোপা গ্রামের মৃত ওজিউল্লাহর ছেলে। 

বুধবার ভোরে জেলার বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম এ তথ্য জানান।

শামীম হোসেনের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনের ফেসবুক থেকে 'মাথা কেটে নিচ্ছে নিরীহ মানুষের'।

পদ্মা সেতু নির্মাণের জন্য 'মাথা লাগবেই' পোস্টটি শেয়ার করা হয় এবং অশালীন ভাষা সম্বলিত প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন মন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এর আগে, জেলার তিতাস উপজেলার মাছিমপুর থেকে খোকন মিয়া নামের একজনকে একই কারণে আটক করা হয়েছিল।

এ পর্যন্ত কুমিল্লায় 'ছেলেধরা গুজব' জেলার তিনটি গণপিটুনির ঘটনায় ৫ জনকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাখাওয়াত হোসেন এবং আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads