• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সোনারগাঁয়ে ডাকাত সর্দার সহ তিনজন গ্রেপ্তার

আটককৃত ডাকাত সর্দার আ: রহিম (৪৫) ও তার দুই সহযোগি রুবেল (৩২) ও মো: সজিব (২৬)।

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

সোনারগাঁয়ে ডাকাত সর্দার সহ তিনজন গ্রেপ্তার

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৯

নারায়ণগঞ্জের অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার রহিম ও তার ২ সহযোগিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

আজ মঙ্গলবার তাদের উপজেলার বৈদ্যেরবাজার মাছ ঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থাকা হিরোইন উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত সর্দার আ: রহিম (৪৫) নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ঝাউচর গ্রামের শামসুল হকের ছেলে। তার সহযোগী রুবেল (৩২) নরসিংদীর মাধবদী থানার চরমাধবদী গ্রামের খলিল মিয়ার ছেলে ও মো: সজিব (২৬) একই এলাকার গঙ্গাচর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

আ: রহিম (৪৫) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতির মামলা রয়েছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার উপজেলার বৈদ্যেরবাজার মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার আ: রহিমসহ তার ২ সহযোগী রুবেল ও সজিবকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৪৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads