• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
এক বছরেও তদন্ত শেষ হয়নি মেলেনি ‘ক্লু’

ছবি : সংগৃহীত

অপরাধ

এক বছরেও তদন্ত শেষ হয়নি মেলেনি ‘ক্লু’

  • জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০১৯

গত বছরের ১৮ আগস্ট খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার ও পেরাছড়ায় পৃথক ঘটনায় সেভেন ম্যাডারের এক বছর পার হলেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। জীবনের ঝুঁকি ও বিচারে দীর্ঘসূত্রতার কারণে এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পরিবার ও সংগঠনের কেউ মামলার বাদীও হয়নি। পরে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে পুলিশের করা হত্যা মামলার তদন্ত করছে পুলিশের বিশেষ তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

খাগড়াছড়ি পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, এ ঘটনায় নিহতদের স্বজনরা বাদী না হওয়ায় পুলিশের এসআই গৌতম চন্দ্র দে বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। খাগড়াছড়ি জেলা পুলিশ থেকে অধিকতর তদন্তের স্বার্থে মামলাটি চট্টগ্রাম পিবিআই’র কাছে পাঠানো হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, স্বনির্ভর হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে আঞ্চলিক সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ড বলে জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দুর্গম এলাকায় সড়ক নির্মাণসহ পাঁচটি সুপারিশ করা হয়, যার অধিকাংশ বাস্তবায়নের কাজ প্রক্রিয়াধীন ও কিছু চলমান।

প্রসঙ্গত ২০১৮ সালের ১৮ আগস্ট সকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এক বিক্ষোভ সমাবেশের প্রস্তুতিকালে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় ছয়জন ঘটনাস্থলে ও একজন দূরে পালানোর সময় পড়ে গিয়ে আঘাত পেয়ে মারা যায়। এ ঘটনায় ইউপিডিএফ প্রসীত গ্রুপ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার তৎকালীন সভাপতি তপন চাকমাসহ সংগঠনের চার নেতাকর্মী নিহত হয়। নিহত বাকি তিনজন ছিলেন সাধারণ মানুষ। পরে এ হত্যাকাণ্ডে অভিযোগ ওঠে ইউপিডিএফের (গণতান্ত্রিক) অপর পক্ষের বিরুদ্ধে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads