• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
কলাপাড়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২, থানায় মামলা

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

কলাপাড়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২, থানায় মামলা

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ আগস্ট ২০১৯

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের এক নং ওয়ার্ড নাচনাপাড়া এলাকায় এক কিশোরীকে (১৩) ধর্ষণ করেছে দুই বখাটে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে ধর্ষক জুয়েল (২০) ও মিঠুকে (২০) গ্রেপ্তার করেছে কলাপাড়া থানা পুলিশ।

এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে রাত সাড়ে ১২টায় দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। আজ শুক্রবার সকালে নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষক জুয়েল ও মিঠুকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কিশোরীর মা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মেয়ে ও ছোট ছেলেকে ঘরে রেখে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যান। এ সময় ছোট ছেলে কান্নাকাটি করায় ওই কিশোরী ছোট ভাইকে তার কাছে দিয়ে এসে বাসায় ফেরার পথে জুয়েল ও মিঠু তার মেয়ের মুখ চেপে পাশ্ববর্তী একটি তালাবদ্ধ টিনসেড পরিত্যক্ত ঘরের পিছনের দরজা ভেঙ্গে ভিতরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। তিনি গোসল শেষে বাসায় ফিরে মেয়েকে না পেয়ে প্রতিবেশীদের নিয়ে খুঁজতে বের হলে ওই দুই ধর্ষক মেয়েকে ফেলে পালিয়ে যায়।

কিশোরীর পিতা জানান, তার মেয়েকে দীর্ঘদিন ধরে জুয়েল ও মিঠু উত্যক্ত করে আসছে। তাদের বখাটেপনার ভয়ে মেয়েকে বাসষ্টান্ড এলাকায় বোনের বাসায় রেখে এসেছিলেন। গত কোরবানীর ঈদে মেয়ে বাসায় আসে। আজ (বৃহস্পতিবার রাতে) তার মেয়ের সর্বনাশ করলো তারা। এ ঘটনায় জড়িতদের তিনি শাস্তি দাবি করেন।

এলাকাবাসী জানায় , জুয়েল ও মিঠু দুজনেই মাদকসেবী। জুয়েল কিছুদিন আগে বিয়ে করেছে। এলাকায় তারা বখাটে ছেলে হিসেবে পরিচিত। কোন কাজকর্ম না করলেও তারা দিব্যি ঘুরে বেড়ায়। তারা এদুজনেরই শাস্তি দাবি করেন। কিশোরীর পিতা পেশায় ট্রাক ইউনিয়নের শ্রমিক হওয়ায় তারা সঠিক বিচার দাবি করছেন।

এ ব্যপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, কিশোরীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করায় রাতেই অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী জেলারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads