• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
লৌহজংয়ে মোবাইলের দোকানে চুরি

মোবাইলের দোকানে চুরি

প্রতীকী ছবি

অপরাধ

লৌহজংয়ে মোবাইলের দোকানে চুরি

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ আগস্ট ২০১৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ে হলদিয়া বাজারের রানা ঢালীর দোকানে টিনের চাল কেঁটে ৩০টি মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। দোকান্দার রানা ঢালী জানান, চারজন পাহাড়াদার থাকা সত্যেও আমার দোকানের টিনের চাল কেঁটে চুরি করেছে। আমার দোকান থেকে ৩০টি মোবাইল ফোন নিয়েছে। মোবাইলের বক্স থেকে মোবাইল ও ব্যাটারী নিয়ে গেছে।

তিনি আরও জানান একজন পাহাড়াদার চুরির রাতে সে পাহাড়া দিতে আসেনি। এ নিয়ে কথা হয় হলদিয়া বাজার কমিটির সভাপতি শংকর ঘোষের সাথে। তিনি চুরির ঘটনা সত্যতা শিকার করে বলেন। রানার দোকানে চুরি হয়েছে। সে রাতে একজন পাহাড়াদার পাহাড়ারর জন্য আসেনি। আমাদের কাছে থেকে ছুটিও নেয়নি। আমরা লৌহজং থানায় বিষয়টি জানিয়েছি।

এদিকে উপজেলার হলদিয়া বাজারটিতে প্রায়ই চুরি হয় বলে জানা যায়। এমনকি বিক্রমপুর প্রেস ক্লাবে টানা তিনবার চুরি হয়েছে কিন্তু এখনও চোরের কোন সন্ধান মিলেনি। এনিয়ে বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি তীব্র নিন্দা জানান। এদিকে স্থানীয় দোকানদারেরা এ বাজারে ব্যবসা করতে গিয়ে পরতে হচ্ছে হুমকির মুখে। কেননা হলদিয়া বাজারে কিছুদিন পর পর চুরি হয় কিন্তু কোন চোর ধরা পরেনি এখনও। এনিয়ে বেশ কিছুদিন আগে হলদিয়া বাজারের দোকানদাররা তাদের দোকান বন্ধও রেখেছিল।

লৌহজং থানার এসআই মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবো।#

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads