• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ময়মনসিংহে ৪২১০ পিস ইয়াবা ও  প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২১

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

ময়মনসিংহে ৪২১০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২১

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০১৯

ময়মনসিংহের কোতোয়ালী ও ঈশ্বরগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪২১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকারসহ ৫ মাদক ব্যবসায়ী, ১৫ জুয়ারীসহ ২১জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

আজ রবিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে গোয়েন্দা পুলিশের এস আই এসআই মোঃ আক্রাম হোসেন, আব্দুল জলিল, সুজন চন্দ্র সাহা, মঞ্জুরুল আলম, ফিরুজ আল মামুনসহ একদল পুলিশ কোতোয়ালীর পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে ৪২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন ড্রাইভার(২১), মোঃ রেজাউল করিম শাওন(৩২), মোঃ রুহুল আমিন(২৬), মোঃ রিপন (২০)কে গ্রেপ্তার করে।

একই দিন বিকেলে জেলার ত্রিশাল থানাধীন কোনা বাশাইল এলাকা হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ মানিক মিয়া (৪২)কে গ্রেপ্তার করে।

রবিবার ভোরে ডিবি পুলিশের এস আই মোঃ আজিজুল হকের নেতৃতে একদল পুলিশ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়া এলাকায় জুয়া খেলার আসর থেকে মোঃ আবুল খায়ের (৩৮) মোঃ ফজলুল হক (৫০), মোঃ আল আমিন (৩৫), মোঃ লিটন (৩৮), মোঃ আঃ জলিল (৪০), মোঃ হাসমত আলী (৩৮), মোঃ তাইজুল ইসলাম (৪০), মোঃ মুনসুর আলী (৩৮), মোঃ শহিদুল্লা (৪৩), মোঃ বাবুল আহম্মেদ (৪০), মোঃ হাবিবুল্লাহ (৩২), মোঃ মাসুদ (২৮), মোঃ নজরুল ইসলাম (৪২), মোঃ জাহাঙ্গীর আলম (২৪), মোঃ রাকিবুল হাসান (২০)সহ ১৫ জুয়ারীকে গ্রেপ্তার করে।

শনিবার রাতে ডিবি’র এস আই মাসুদ জামালীর নেতৃত্বে একদল পুলিশ ৩ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মোজাম্মেল হক রাসেল (৩৬)কে জেলার গৌরীপুর থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads