• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মুকসুদপুরে নিখোঁজের ২ দিন পর স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তারকৃত রিংকু মজুমদার

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

মুকসুদপুরে নিখোঁজের ২ দিন পর স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০১৯

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে নিখোঁজের দুই দিন পর স্যামুয়েল সরকার (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে মুকসুদপুর উপজেলার কলিগ্রামের একটি পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রিংকু মজুমদার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সে একই গ্রামের প্রভাষ মজুমদারের ছেলে।

স্যামুয়েল সরকার মুকসুদপুর উপজেলার কলিগ্রামের দানিয়েল সরকারের ছেলে ও তালবাড়ী মিশনারী স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্র।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির পরিদর্শক আবুল বাশার জানান, গত শুক্রবার স্যামুয়েল সরকারকে পাখি মারার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশি রিংকু মজুমদার। এরপর থেকে সে আর বাড়ী ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি।

পরে স্যামুয়েলের বাবা বাদী হয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ রিংকু মজুমদারকে আটক করে।

রোববার সকালে ওই গ্রামের একটি পুকুরে স্যামুয়েল সরকারের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads