• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
প্রতিপক্ষকে 'ফাঁসাতে' নিজের ঘরে আগুন, থানায় অভিযোগ

প্রতীকী ছবি

অপরাধ

প্রতিপক্ষকে 'ফাঁসাতে' নিজের ঘরে আগুন, থানায় অভিযোগ

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ছনকান্দা এলাকা শনিবার গভীর রাতে প্রতিপক্ষকে ফাসাঁতে নিজেদের বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ছনকান্দা গ্রামের মহিউদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী নেহাল উদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বিচার শালীস করেও কোনো ফল হয়নি। পরে দুই পক্ষের একটি সংঘর্ষের ঘটনায় গত ১১ জুন নেহাল উদ্দিন বাদি হয়ে মহিউদ্দিনের পরিবারের ৯ জনকে আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মহিউদ্দিনের পরিবারের ৮ জন আদালত থেকে জামিনে আছে।

জানা গেছে, এ মামলায় জামিনপ্রাপ্ত আসামিরা যাতে ফের জামিন না পায় সে জন্য নেহাল উদ্দিন পূর্ব পরিকল্পিতভাবে মহিউদ্দিনের পরিবারকে ফাঁসানোর জন্য নিজের বসত ঘরে আগুন দেন। এতে তাদের নিজেদের গৃহ পালিত পশুর শরীরও ঝলসে যায়। 

মহিউদ্দিন জানান, আমাদের ফাঁসাতে এবং মামলায় যাতে জামিন না পাওয়া যায় সে জন্য নেহালউদ্দিন নিজেই বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।

অপরদিকে নেহাল উদ্দিনের স্ত্রী মোসলেমা আক্তার জানান, আমরা ঘুমিয়ে ছিলাম। কে বা কারা রাত দুইটার সময় আমাদের ঘরের বারান্দায় আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে আমরা নিজেরাই পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে আগুন লাগানোর সত্যতা পাওয়া গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads