• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বকশীগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি

অপরাধ

বকশীগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ সেপ্টেম্বর ২০১৯

বকশীগঞ্জে শেফালী মফিজ মহিলা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণি প‍ড়ুয়া বুদ্ধি প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একই প্রতিষ্ঠানের জুনিয়র শিক্ষক রুকুনুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রাবাজ শেফালী মফিজ মহিলা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির বুদ্ধি প্রতিবন্ধী এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিলো একই মাদ্রাসার জুনিয়র শিক্ষক মো. রুকুনুজ্জামান। চলতি বছরের ১৫ জুলাই মাদ্রাসার পাশেই নিজ বাড়িতে পড়াশুনা করছিলো ওই শিক্ষার্থী। বাড়িতে কেউ না থাকার স‍ুযোগে শিক্ষক রুকুনুজ্জামান ওই শিক্ষার্থীকে শ্লীলতাহানি করে।

এই ঘটনায় পরের দিন ১৬ জুলাই মাদ্রাসার অধ্যক্ষ বরাবর অভিযোগ দেন ওই শিক্ষার্থী। অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার পর থেকে ওই শিক্ষক মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেন।

৪ সেপ্টেম্বর অভিযুক্ত ওই শিক্ষকের বিচার দাবি করে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের কাছে স্বারকলিপি প্রদান করা হয়। একই সময়ে রুকুনুজ্জমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেন মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ। এছাড়া বুধবার রাতে ওই শিক্ষার্থীর মা ফাতেমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.কে এম মাহবুব আলম জানান, অভিযোগের প্রেক্ষিতেই শিক্ষক রুকুনুজ্জামানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads