• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাং গ্রুপের ১০ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাং গ্রুপের ১০ সদস্য গ্রেপ্তার

ছবি : বাংলাদেশেল খবর

অপরাধ

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাং গ্রুপের ১০ সদস্য গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক ও ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ০৫ সেপ্টেম্বর ২০১৯

ময়মনসিংহে হত্যা মামলার আসামিসহ ছিনতাইকারীচক্রের সদস্য সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বুধবার বিকালে র‌্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে দাপুনিয়া মধ্যপাড়া সরকারি পুকুরপাড় হাফিজ কন্ট্রাকটরের বাড়ির সামনের রাস্তায় ছিনতাইকালে আশিক হোসেন, শফিকুল ইসলাম শুভ এবং শহিদুজ্জামান সেজানকে ছিনতাইকৃত একটি ইজিবাইকসহ গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের হাতে গ্রেপ্তার আশিক হোসেন ও শফিকুল ইসলাম শুভ ইজিবাইকচালক মোশাররফ হোসেন হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।

তাদের দেয়া তথ্যে, গতকাল বুধবার দুপুরে নগরীর সানকিপাড়া শেষ মোড়ের শাকিল হাসান তানভীর, আতিকুল ইসলাম আজাদ, জেলা স্কুল মোড়ের জাহিদুল ইসলাম ওরফে কানা বাবুল, সানকিপাড়া শেষ মোড়ের শিপন, আকুয়া মাদ্রাসা কোয়ার্টারের হৃদয় ও এরশাদ এবং নওমহল সরকার বাড়ির রাজু ওরফে গুটি রাজুকে গ্রেপ্তার করা হয় ।

এসময় মোশাররফ হত্যায় ব্যবহৃত ইজিবাইক ও ছিনতাইকৃত একটি ইজিবাইক গ্রেফতারকৃতদের নিকট থেকে জব্দ করেন র‌্যাব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads