• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
শিবগঞ্জে অস্ত্র-গুলি-মাদকসহ আটক দুই

শিবগঞ্জে অস্ত্র-গুলি-মাদকসহ আটক দুই

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

শিবগঞ্জে অস্ত্র-গুলি-মাদকসহ আটক দুই

  • শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র-গুলি ও মাদকসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ায় লতিফের নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ লতিফকে আটক করে।

আটকরা হল- সদর উপজেলার বরহম ঘোষপাড়ার লতিফ ঘোষের ছেলে ফটিক ওরফে প্রকাশ ওরফে ইঞ্জিন (৩৫) ও শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ার মৃত আজাহার আলীর ছেলে আবদুল লতিফ (৪০)।

জেলা গোয়েন্দা শাখা পুলিশের পরিদর্শক মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় এএসআই আহসানুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ায় লতিফের নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ লতিফকে আটক করে।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ফটিক ওরফে প্রকাশ ওরফে ইঞ্জিনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি-ছিনতাই ও বিস্ফোরকসহ ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads