• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

অপরাধ

রোগীহীন হাসপাতালে বছরে বরাদ্দ ৪৬ লাখ টাকার ওষুধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০১৯

কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন না রোগীরা। রোগী সংকট নয় অব্যবস্থাপনার কারণে এমনটা হচ্ছে বলে জানিয়েছেন খোদ চিকিৎসকরাও। তারা জানান, এখানে শুধু কিছু জনবল দিয়েই কাজ শেষ করেছে কর্তৃপক্ষ, দেয়নি চিকিৎসা সরঞ্জাম। অথচ বছরে ৪৬ লাখ টাকার ওষুধ বরাদ্দ দেওয়া হচ্ছে রোগীহীন এই হাসপাতালে।

সরেজমিন দেখা যায়, ৭৫ শয্যার রেলওয়ে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডেই তালা। হাসপাতালের সব বিভাগের জন্যই আছেন নিয়োগপ্রাপ্ত চিকিৎসক। কিন্তু তাদের কোনো কাজ নেই। কারণ হাসপাতালটিতে কোনো রোগী আসেন না। তাই বেশিরভাগ সময়ে বন্ধ থাকে জরুরি বিভাগ ও বহির্বিভাগসহ অন্য বিভাগগুলো।

সম্প্রতি রেলওয়ে জেনারেল হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, দিনের বেলাতেও ভুতুরে পরিবেশ বিরাজ করছে। হাসপাতালটির এমন পরিস্থিতি মানতে পারছেন না এখানকার চিকিৎসকরাও। তারা চান অন্য সব হাসপাতালের মতো এটিও চিকিৎসাসেবায় প্রাণবন্ত হোক। তারা আক্ষেপ করে বলেন, এখানে কাজহীন বসে থাকতে থাকতে তারা ভুলতে বসেছেন চিকিৎসা বিদ্যা। তাই তদবির করে অনেকে বদলিও হতে চাইছেন।

৫ একর জমির ওপর ৭৫ শয্যাবিশিষ্ট রেলওয়ে জেনারেল হাসপাতালটি তৈরি ১৯৮৬ সালে। তারও দীর্ঘদিন পর ২০১৫ সালে শুরু করা হয় জেনারেল হাসপাতাল। কিন্তু সচল করা যায়নি এর কার্যক্রম।

এদিকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, চিকিৎসার কার্যক্রম শুরুর জন্য হাসপাতালটিতে প্যাথলজিকাল বিভাগ, এক্স-রে মেশিনসহ সব রকমের চিকিৎসার সরঞ্জাম দরকার। সব সুবিধা নিশ্চিত করলেই শুধু রোগীরা এখানে চিকিৎসা নিতে আসবেন।

রেলওয়ে জেনারেল হাসপাতালের ডিএমও আই এস আবদুল আহাদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব কিছু নীতিমালা দিয়ে এটাকে উন্নত না করলে অর্থাৎ বাজেট না দিলে কোনোভাবেই আমরা রোগী বাড়াতে পারব না। অথচ হাসপাতালটিতে বছরে শুধু বরাদ্দই হয় ৪৬ লাখ টাকা। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালটিকে উপযোগী করে তোলা হয়নি। সেটি করা হলে এই হাসপাতালেও চিকিৎসার জন্য রোগীর অভাব হতো না।

রেলওয়ে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ আলমগীর বলেন, আমাদের ওখানে বিশেষজ্ঞ ডাক্তারের কোনো পদ নেই। যারা আসছেন, হেলথ থেকে। আমার মনে হয়, হেলথে থাকলে যে সার্ভিসটা দেন, এখানে সে রকম সার্ভিসটা ওনারা দিতে পারছেন না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads