• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
হাতিরপুলে র‍্যাবের গুলিতে 'ছিনতাইকারী' নিহত

সংগৃহীত ছবি

অপরাধ

হাতিরপুলে র‍্যাবের গুলিতে 'ছিনতাইকারী' নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০১৯

রাজধানীর হাতিরপুলে র‍্যাবের গুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেকজন।

মঙ্গলবার সাড়ে ১২টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। 

র‍্যাবের দাবি, ‘ছিনতাই করে পালানোর সময়’ গুলিতে সুসান মিত্র (৩৫) নামের ওই ব্যক্তি নিহত হয়। তার বিরুদ্ধে ছিনতাইসহ অন্তত আটটি মামলা রয়েছে। এ ঘটনায় আহত হাসানকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।

ঘটনার বিবরণে র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, ল্যাবএইড হাসপাতালের সামনে এক ব্যক্তির ব্যাগ ছিনিয়ে নেয় মোটরসাইকেলের তিন আরোহী। র‍্যাবের একটি টহল দল ওই মোটরসাইকেলের পিছু নেয়। মোটরসাইকেলের আরোহী ছিনতাইকারীরা বুঝতে পারে যে র‍্যাব তাদের পিছু নিয়েছে। হাতিরপুল ইস্টার্ন প্লাজার সামনে র্যা বের প্রতিরোধের সামনে পড়ে তারা। এ সময় তারা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, র‍্যাবও পাল্টা গুলি চালালে দুজন গুলিবিদ্ধ হয় এবং একজন দৌড়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুসান মিত্রকে মৃত ঘোষণা করেন বলে মহিউদ্দিন ফারুকী জানান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads