• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

অপরাধ

টাকার বিনিময়ে পদ-পদবি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৯

ক্যাসিনো কেলেঙ্কারি, টেন্ডার ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন যুবলীগের একাধিক নেতা। অভিযোগ উঠেছে, এদের অনেকেই বঙ্গবন্ধুর খুনিদের সংগঠন ফ্রিডম পার্টির সদস্য ও যুবদল নেতা। টাকার বিনিময়ে তাদের যুবলীগে পদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ তৃণমূলের। এমনকি শীর্ষ নেতাদের চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় বাদ দেওয়া হয়েছে যোগ্য ও পরীক্ষিত কর্মীদের। আর টাকার বিনিময়ে যুবলীগে স্থান পাওয়া লোকজনই ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যে সম্পৃক্ত বলে দাবি করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।

রাজধানী ঢাকায় চলমান দুর্নীতিবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। এরপর গ্রেপ্তার হন কেন্দ্রীয় সমবায় সম্পাদক পরিচয়দানকারী জি কে শামীম। এর মধ্যে খালেদ মাহমুদ ভূঁইয়া ফ্রিডম পার্টি থেকে এবং জি কে শামীম যুবদল থেকেই যুবলীগে সম্পৃক্ত হন। তৃণমূল নেতাদের অভিযোগ, টাকার বিনিময়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে উল্লেখযোগ্য সংখ্যক বাইরের লোক পদ পেয়েছে। যাদের কেউ এর আগে যুবলীগ করেনি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে হামলাকারীদের সঙ্গে খালেদও ছিল। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এসে আমাদের যুবলীগে আশ্রয় নিয়েছে। এরপর জি কে শামীম অন্য দলের লোক ছিল। এদের প্রশ্রয় দেওয়া ঠিক হয়নি।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের বাড়ি চট্টগ্রামে হওয়ায় তার প্রতি স্থানীয়দের প্রত্যাশা ছিল বেশি। কিন্তু সেই প্রত্যাশা টাকার কাছে হেরে যায় বলে অভিযোগ।

কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য নওশাদ মাহমুদ রানা বলেন, ওমর ফারুক চৌধুরীর একজন ক্যাশিয়ার যিনি চট্টগ্রামে যুব রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গুলশান-২ রোজ বি হোটেলে নিয়ে আমার কাছে ৩০ লাখ টাকা চেয়েছিলেন। বিনিময়ে আমাকে পদ দেওয়া হবে বলে জানান। টাকা না দেওয়ায় তিনি বলেন, এটাই হলো বর্তমান কালচার।

এদিকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নানা কেলেঙ্কারিতে বার বার যুবলীগ নেতাদের নাম আসায় তৃণমূলের নেতারাও ক্ষুব্ধ। এ পরিস্থিতির জন্য যুবলীগের শীর্ষ নেতৃত্বকে দুষছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতারা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা নিশ্চয়ই প্রশ্রয় দিয়েছেন। না হয় তারা এ অপকর্ম করতে পারত না। যারা নেতৃত্বে আছেন, তাদের দায় নিতে হবে।

গত ১০ বছরের বেশি সময় ধরে যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের রাউজানের বাসিন্দা ওমর ফারুক চৌধুরী। উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে তিনি আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত হলেও তার আগে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংহতিতে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads