• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কালিয়াকৈরে ভুমি কর্মকর্তার বিরুদ্ধে নারী শ্লীলতাহানীর অভিযোগ

ভুমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল বাছেদ

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

কালিয়াকৈরে ভুমি কর্মকর্তার বিরুদ্ধে নারী শ্লীলতাহানীর অভিযোগ

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ অক্টোবর ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে ভুমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ওই অফিসের নারী উমেদারকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুমি অফিসসহ স্থানীয় জনতার মধ্যে নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। পরে নারী উমেদার শ্লীলতাহানীর বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর নিকট লিখিত অভিযোগ দেন।

উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন ভুমি অফিসের ভুমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল বাছেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এদের মধ্যে একজন নারী উমেদার। ওই নারী উমেদারকে দীর্ঘদিন ধরে নানা কু-প্রস্তাব দিয়ে আসছেন ওই কর্মকর্তা। তার কু-প্রস্তাবে রাজি না হলে তিনি ওই নারী উমেদারের উপর সব সময় ক্ষিপ্ত থাকতেন। গত ১ অক্টোবর ভুমি উপ-সহকারী কর্মকর্তা ওই নারী উমেদারকে তার কক্ষে ডেকে পাঠান। তার কথা মতো ওইদিন বিকেল ৪টার দিকে দুটি ভলিয়াম নিয়ে তার কক্ষে যান ওই নারী উমেদার। সেই মূহুর্তে সুযোগ বুঝে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় ওই কর্মকর্তা আব্দুল বাছেদ। এসময় যৌন নির্যাতনের চেষ্টা চালালে জুড়াজুড়ির এক পর্যায়ে নারী উমেদার মুখে আঘাত পান। তার মুখোমন্ডলে রক্ত ঝড়তে থাকে ,তিনি চিৎকার করে উঠেন। ডাক-চিৎকার শুনে ওই ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মাসুদুল আলম ভুঞা ছুটে গেলে আব্দুল বাছেদ তার কক্ষ থেকে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই নারী উমেদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেন। এর আগেও পূর্বের কর্মস্থলে নারী কেলেংকারীর কারণে তাকে বদলি করে শ্রীফলতলী ইউনিয়ন ভুমি অফিসে সংযোগ করা হয়। একাধিক নারী কেলেংকারী থাকার অভিযোগ আছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এছাড়াও তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় সৃষ্টি করার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ওই ভুমি অফিসসহ স্থানীয় জনতার মধ্যে নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত শ্রীফলতলী ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল বাছেদ বলেন, “ওই ভলিয়াম নিয়ে এলে তাকে বসানোর জন্য চেষ্টা করলে তার মুখে আমার আঙ্গুলের আছড় লাগে। তবে যৌন হয়রানীর অভিযোগটি মিথ্যা ও ষড়যন্ত্র মুলক।

শ্রীফলতলী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মাসুদল আলম ভুঞা জানান, হঠাৎ করে ভুমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল বাছেদ কক্ষ থেকে ওই নারী উমেদারের কান্নার শব্দ পাই। পরে সেখানে গেলে তিনি কক্ষ থেকে দৌড়ে পালিয়ে যান। এসময় ওই নারী উমেদারের মুখোমন্ডলে রক্ত দেখতে পাই। বিষয়টি ইউএনও স্যার ও এসিল্যান্ড স্যারকে জানানো হয়েছে।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহ্মেদ জানান, যেটাই হোক তিনি তো একজন ভদ্র মহিলার গায়ে হাত দিতে পারেন না। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের(রাজস্ব) কাছে লিখিত দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads