• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

অপরাধ

রাণীনগরে লক্ষ্মী প্রতিমা ভাংচুর

  • রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ অক্টোবর ২০১৯

নওগাঁর রাণীনগর উপজেলার বাঁশবাড়িয়া সার্বজনীন দুর্গামন্দিরে পূজার জন্যে রাখা লক্ষ্মী প্রতিমা ভাংচুর করে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কোনো এক সময় এ ঘটনা বলে জানা গেছে। শুক্রবার সকালে গ্রামবাসী নদীতে পরে থাকতে দেখতে পান।

স্থানীয়রা জানান, উপজেলার বাঁশবাড়িয়া সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গাপূজা শেষ হয়েছে। একই মন্দিরে আগামী রোববার লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে। লক্ষ্মী পূজা উপলক্ষে বৃহস্পতিবার সকালে লক্ষ্মী প্রতিমা তৈরী করে প্রতিমা শুখানোর জন্য রাখেন মালাকর। পূজার জন্যে রাখা তৈরিকৃত লক্ষ্মী প্রতিমা বৃহস্পতিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা প্রতিমার মাথা কেটে দুখণ্ড করে মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া বাঁশবাড়িয়া নদীতে ফেলে রেখে যায়। শুক্রবার সকালে গ্রামবাসি দেখতে পেয়ে থানায় সংবাদ দেন।

বাঁশবাড়িয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি সুবল চন্দ্র প্রামানিক জানান, কি কারণে এইভাবে তৈরিকৃত প্রতিমা ভাংচুর করেছে তার কারণ জানা নেই।

এ বিষয়ে রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads