• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

অপরাধ

নোয়াখালীতে ৩০ লিটার মদসহ আটক ৬

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০১৯

নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী গণিপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ ছয়জনকে আটক করেছে র‍্যাব।  শুক্রবার রাতে অভিযান চালিয়ে এ অভিযান চালায় র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প।

র‍্যাব জানিয়েছে, আটককৃতরা সবাই মদের ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় শনিবার সকালে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

আটককৃতরা হলেন- বাবুল রবি দাস, উজ্জ্বল দাস, মনির হোসেন, আবুল কাসেম, মিজানুর রহমান, আবদুর রহমান।

এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক মো. সাইফুর রহমান শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীতে অভিযান চালিয়ে চোলাই মদ ব্যবসার সাথে জড়িত থাকায় ছয়জনকে আটক করেছে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে ৩০ লিটার মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুধারাম থানায় একটি মামলা দায়ের করার পর আটককৃতদের গ্রেফতার দেখিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads