• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
লৌহজংয়ে ১০ জেলের ১ বছরের কারাদণ্ড

জেলের জাল পুড়িয়ে দেওয়া হচ্ছে

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

মা ইলিশ রক্ষা অভিযান

লৌহজংয়ে ১০ জেলের ১ বছরের কারাদণ্ড

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০১৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মানদীতে মা ইলিশ নিধনবিরোধী অভিযান চালিয়ে ১০জন জেলেকে আটক করে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও মাছ কেনার ৮৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৯টি মাছ ট্রলার পদ্মা নদীতে ডুবিয়ে বিনষ্ট এবং ৩টি ট্রলার জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সদ্য বিদায়ী উপজেলা কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ. দা.) মো. ইদ্রিস তালুকদার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইমরান হোসেন তালুকদার, লৌহজং থানা পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

সাজাপ্রাপ্তরা হলেন- লৌহজং উপজেলার বড়নওপাড়া গ্রামের যোগেশ রাজবংশীর ছেলে লিঙ্কন রাজবংশী (১৮), একই গ্রামের কৃষ্ণ রাজবংশীর ছেলে টুটুল রাজবংশী (১৮), মৃত আবদুর রাজ্জাক মোল্লার ছেলে আনোয়ার হোসেন (২৬), মৃত হরিসাধন রাজবংশীর ছেলে জয়রাম রাজবংশী (৫০), মালির অংক গ্রামের মজিবর ঢালীর ছেলে স্বপন ঢালী (৩০), একই গ্রামের মৃত বারেক মোড়লের (দরগা) পুত্র স্বপন মোড়ল (৪৪), জব্বর মৃধার ছেলে নাহিদ মৃধা (৩৫), মজিবর সরদারের ছেলে আমির হোসেন (৩০), হাড়িদিয়া গ্রামের মৃত জবেদ আলী চৌকিদারের ছেলে আবদুল জলিল চৌকিদার (৪৮), সুন্দিসার গ্রামের সিকিম আলী গাজীর ছেলে সোহেল গাজী (৩০)।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত থাকবে। লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে মা ইলিশ ধরতে, ক্রয়-বিক্রয় ও বহন করতে কেউ পারবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads