• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ঢাবির কার্জন হলে ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি

অপরাধ

ঢাবির কার্জন হলে ঝুলন্ত লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলে জানালার গ্রিলে গলায় ফাঁস লাগানো অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃত ব্যক্তির নাম সেলিম হাওলাদার (৪০)।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সেলিম হাওলাদার ঢাবি ক্যাম্পাসে চা বিক্রি করতেন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো সুস্পষ্টভাবে জানাতে পারেনি পুলিশ। তবে তারা ধারনা করছেন পারিবারিক অশান্তির কারণে সে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করতে পারেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সকালে অজ্ঞাত পরিচয়ে আমরা ঢাবির কার্জন হল থেকে একটি লাশ উদ্ধার করি। মরদেহটি রসায়ন অনুষদ ভবনের নিচ তলার বাইরের গ্রিলের সঙ্গে গলায় সাদা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন, তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, সেলিম নামে লোকটি কার্জন হলে চায়ের দোকানে কাজ করতো। সকালে তার মরদেহ কার্জন হলে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তার মরদেহ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads