• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আশুলিয়ায় অভিযান : ২ ট্রাক পলিথিন জব্দ

আশুলিয়ায় অভিযান চালিয়ে

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

আশুলিয়ায় অভিযান : ২ ট্রাক পলিথিন জব্দ

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০১৯

আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকান হতে দুই ট্রাক পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় ওই তিন দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার আড়ৎ গুলোতে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার (ভ’মি), আশুলিয়া।

অভিযুক্ত দোকান মালিকরা হলেন- মো. মিলন হোসেন, মো. সেলিম ও মো. তাকবির। এদের মধ্যে মিলন ও সেলিমকে ১০ হাজার করে এবং তাকবিরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, অভিযান পরিচালনার সময় একটি গুদাম ঘর ও দুইটি দোকান থেকে হাত নাতে দুই ট্রাক পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ১০ টন। অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিলো।

জব্দ পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরের জিম্মায় দেয়া হবে। পরবর্তীতে তারা ব্যবস্থা নিবেন বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ অভিযানে আরোও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক শরিফুল আলম, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার ইন্সপেক্টর মাহমুদা খাতুন ও আশুলিয়া থানার এস আই এমদাদুল হক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads