• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পাহাড়ের সন্ত্রাসীদের জন্য ভয়ঙ্কর দিন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

পাহাড়ের সন্ত্রাসীদের জন্য ভয়ঙ্কর দিন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার বলেছেন, পাহাড়ে অযথা যারা রক্তপাত করছে, যারা খুন-চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের জন্য ভয়ঙ্কর দিন আসছে।

তিনি বলেন, ‘যারা এসব সন্ত্রাসে মদদ দিচ্ছে তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে।’

আজ বৃহস্পতিবার বিকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ সভার আয়োজন করে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে যা যা করণীয় তার সবটুকুই করবে সরকার। অপার সম্ভাবনাময় পার্বত্য এই অঞ্চলের জনগণের জন্য এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কি কি করণীয় সেটি জানতেই আমরা রাঙামাটিতে এসে এই বিশেষ আলোচনার সভার আয়োজন করেছি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এর সভাপতিত্বে সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামাল উদ্দিন, র‌্যাবের মহা পরিচালক বেনজির আহম্মদ, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মতিউর রহমান, বিজিবির মহা পরিচালক, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা প্রশাসক, পুলিশ ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

সভায় তিন পার্বত্য জেলার হেডম্যান কার্বারী, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রধানসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা পার্বত্য এলাকায় বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তা উত্তোরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads