• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ঈশ্বরদীতে যৌতুকের জন্য স্ত্রী খুন!

ঈশ্বরদীতে যৌতুকের জন্য স্ত্রী খুন!

প্রতীকী ছবি

অপরাধ

ঈশ্বরদীতে যৌতুকের জন্য স্ত্রী খুন!

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০১৯

ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন থেকে রিক্তা খাতুন (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  স্বজনদের অভিযোগ, যৌতুকলোভী স্বামী আবুলের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোরে দুবলাচারা এলাকার আবুলের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল।ঘটনার পর থেকে স্বামী পলাতক আছেন।

মৃত রিক্তা ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামে মিনহাজ উদ্দীনের মেয়ে। তার এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ জানায়, রাত পৌনে ২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলাচারা এলাকার আবুলের বাড়ির একটি কক্ষ থেকে মেঝেতে পড়ে থাকা রিক্তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাবা মিনহাজ উদ্দীন জানান, তিন বছর আগে আবুলের সঙ্গে রিক্তার বিয়ে দেন। বিয়ের পর থেকে আবুল যৌতুক দাবি করতে থাকে। সম্প্রতি সে ব্যবসা করার কথা বলে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা এনে দেয়ার জন্য রিক্তাকে চাপ দেয়। রিক্তা এতে অস্বীকৃতি জানানোয় তাদের মধ্যে কলহ লেগেই থাকত। আবুল ফোন দিয়ে বৃহস্পতিবার রাতে বলে আপনার মেয়ে অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আধঘণ্টা পর ফের ফোন দিয়ে বলে হাসপাতালে নেয়ার দরকার হবে না অসুস্থ বেশি দেখতে আসেন। তখন সেখানে গিয়ে দেখেন রিক্তা মারা গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads