• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

অপরাধ

অবৈধ অর্থে বিলাসী জীবন ওমর ফারুকের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০১৯

যুবলীগ থেকে অব্যাহতি পাওয়া ওমর ফারুক চৌধুরীর বড় কোনো আয়ের উৎস নেই। নেই কোনো বড় ব্যবসা-বাণিজ্য। তবুও আলিশান জীবনযাপন করতেন। নানা অনিয়ম ও দুর্নীতিকে পৃষ্ঠপোষকতার কারণে এক মাস ধরে তিনি ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। ক্যাসিনো-কাণ্ডে আটককৃতদের জবানিতে তার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে।

গত রোববার রাতে যুবলীগের চেয়ারম্যান পদ থেকে ওমর ফারুককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার সংগঠনটির একজন প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে সচিবালয়ে এ প্রতিবেদকের কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ওমর ফারুককে শুধু অব্যাহতি নয়, প্রচলিত আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তার প্রকৃত অর্থে বৈধ আয় ছিল না। ধনাঢ্য জীবনযাপন করেছেন সব অবৈধ অর্থে।

তিনি জানান, বিশেষ কারণে সংগঠনটিতে ওমর ফারুক চৌধুরীর একক কর্তৃত্ব চলে। প্রেসিডিয়াম সদস্য থাকলেও নিয়মিত বৈঠক করা হতো না। আবার বৈঠক করলেও আমরা তেমন কিছু বলতে পারতাম না। অনেকটা স্বেচ্ছাচারীভাবে সিদ্ধান্ত নিতেন তিনি। তা ছাড়া প্রেসিডিয়াম সদস্যদের অনেকেই তার সমর্থক ছিল। কারণ তাদের তিনি তুলে এনেছেন যুবলীগের নেতৃত্বে। ফলে তারা ওমর ফারুক চৌধুরীর সিদ্ধান্তের বাইরে কথা বলতেন না।

সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ বিবেচনায় ওমর ফারুক চৌধুরী সংগঠনটির চেয়ারম্যান হয়েছিলেন। তবে তার ধারণা ছিল, সময় একই রকম যাবে। কিন্তু প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের কারণে এখন অনেকেই কোণঠাসা। এসব দুর্নীতিবাজ নেতাদের কারণে দলের, সরকারের ও যুবলীগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তার অন্যতম সহযোগী ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাট।

আলাপকালে এই প্রেসিডিয়াম সদস্য বলেন, সম্রাটকে বাঁচাতে অনেক চেষ্টা করেছেন ওমর ফারুক চৌধুরী। কারণ তিনি জানতেন, সম্রাট জালে আটকে গেলে তার থলের বিড়াল বেরিয়ে আসবে। কিন্তু সম্রাট গ্রেপ্তারের পর তিনি হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু পরিণতি এমনটি হতে পারে সেটি ভাবেননি। ২০০৩ সালে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছিলেন ওমর ফারুক। এর আগের কমিটিতে কার্যনির্বাহী সদস্য ছিলেন তিনি। ২০০৯ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর ২০১২ সালে হন চেয়ারম্যান। এরপর থেকে যুবলীগে তার সিদ্ধান্তই চূড়ান্ত।

জানা গেছে, যুবলীগের চেয়ারম্যান হওয়ার পর আস্তে আস্তে তার ধনাঢ্য জীবনযাপন শুরু হয়। টেন্ডার, ক্যাসিনোসহ বিভিন্ন অবৈধ উৎস থেকে মাসোহারা পেতে থাকেন তিনি। সম্রাট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এরই মধ্যে জানিয়েছে, প্রতিদিন ২ লাখ টাকা দিতে হতো ওমর ফারুক চৌধুরীকে। গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর দু’একদিন সরব থাকলেও পরে সবকিছু থেকে অনেকটা দূরে সরে যান ওমর ফারুক। সভাপতির পদ হারানো ওমর ফারুক একসময় টেক্সটাইল খাতের ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু সফল হতে পারেননি, ঋণখেলাপি হয়েছেন।

সূত্র বলছে, ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর জনমনে প্রশ্ন উঠেছে, এরপর তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা আসতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads