• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মাদকসেবনের দায়ে স্বামী-স্ত্রীকে তিনমাসের কারাদণ্ড

মাদকসেবনের দায়ে দণ্ডাদেশপ্রাপ্ত স্বামী-স্ত্রী

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

মাদকসেবনের দায়ে স্বামী-স্ত্রীকে তিনমাসের কারাদণ্ড

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০১৯

দিনাজপুরের হাকিমপুরে মাদক সেবনের দায়ে স্বামী ও স্ত্রীকে তিন মাস করে বিনাশ্রম কারাদনণ্ড ও ১শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই কারাদন্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন : হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের নুর ইসলামের ছেলে পল্লব হোসেন (২৮), তার স্ত্রী মুক্তা বেগম (২৫)।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, গতকাল রাতে হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের পল্লব হোসেন মাদকসেবন করে আরো মাদকসেবনের জন্য টাকা চেয়ে তার স্ত্রীকে মারধর করে এবং তার হাত কেটে দেয়, এনিয়ে তাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলছিল এবং এলাকায় বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে সংবাদ পেয়ে রাতেই তাদের দুজনকে আটক করে নিয়ে আসা হয়। তারা দুজনে প্রায়ই মাদকসেবন করে এমন অবস্থা সৃষ্টি করে আসছিল। পরে আজ দুপুরে তাদেরকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। পরে দপুরে তাদের দুজনকে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads