• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
গফরগাঁওয়ে চোরাই পিকআপ উদ্ধার, আটক ১

আটকৃত তানভীর আহমেদ(২৫)

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

গফরগাঁওয়ে চোরাই পিকআপ উদ্ধার, আটক ১

  • গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে চোরাইকৃত একটি পিকআপ ভ্যান গাড়ি উদ্ধার করেছেন।

আজ বুধবার ভোরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়ানী রসুলপুর গ্রামের চার আনী বাজার থেকে এ গাড়ি উদ্ধার করা হয়। এ সময় পুলিশ তানভীর আহমেদ(২৫) নামে এক গাড়ি চোরকেও আটক করে থানায় নিয়ে আসেন।

আটক তানভীর পাশ্ববর্তী ত্রিশাল উপজেলার দরিরামপুর ইউনিয়নের নিগুর কান্দা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার সান্দিয়াইন গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আফতাব উদ্দিন পাশ্ববর্তী ভালুকায় থেকে নিজের পিকআপ গাড়ি ভাড়া দেন ও ব্যবসা করেন। গত সোমবার আফতাব উদ্দিনের ‘ঢাকা মেট্টো-ন ১৬-২৯৩০’ নম্বরের পিকআপ ভ্যান গাড়িটি চুরি হয়। বুধবার ভোর ৬টার দিকে গফরগাঁও উপজেলার ছয়ানী রসুলপুর গ্রামের চার আনী বাজারে একটি পিকআপ ভ্যান গাড়ি দাঁিড়য়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গফরগাঁও থানা পুলিশকে জানান। পরে গফরগাঁও থানার এসআই আহসান হাবিব, এএস আই মোশারফ, এএসআই আতিক ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেন। এ সময় গাড়িতে থাকা চোর তানভীর আহমেদকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। গাড়ির মালিক আফতাব উদ্দিন বলেন, এই গাড়িটি পূর্বে আরও তিন বার চুরির চেষ্টা হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার বলেন, গাড়ি চুরি মামলায় আটক চোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হবে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads