• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নুডুলস খাওয়া নিয়ে দ্বন্দ্বে তাপবিদ্যুৎকেন্দ্রে চীনা শ্রমিক খুন

ফাইল ছবি

অপরাধ

নুডুলস খাওয়া নিয়ে দ্বন্দ্বে তাপবিদ্যুৎকেন্দ্রে চীনা শ্রমিক খুন

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৯

টুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে নুডুলস খাওয়া নিয়ে দ্বন্দ্বে সহকর্মীর ছুরিকাঘাতে সাং লিউ জুন (৩৫) নামে এক চীনা শ্রমিক খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে দশটায় বিদ্যুত কেন্দ্রের চায়না ক্যান্টিনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক চায়না শ্রমিক সং ঝিয়াংকে (৩২) আটক করে কলাপাড়া থানায় সোপর্দ করেছে অপর চায়না শ্রমিকরা।

নিহত চায়না শ্রমিক ফিং লিউ জুনের বাড়ি চীনের হিনান প্রদেশে।

বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানীর (বিসিপিসিএল) উপ-বিভাগীয় প্রকৌশলী পিঞ্জুর রহমান জানান, চায়না শ্রমিক মৃত্যুর খবর পেয়ে রাতেই বিসিপিসিএলের কর্মকর্তারাসহ কলাপাড়া থানা পুলিশ ও সকালে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিদ্যুত কেন্দ্র এলাকা পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো.আসাদুর রহমান জানান, শনিবার রাত সাড়ে নয়টার পর চায়না ক্যান্টিনে নুডুলস খাওয়াকে কেন্দ্র করে দুই শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি হয়।  এক পর্যায়ে  ফিং লিউ জুন নুডুলুস ফেলে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সং ঝিয়াং তার বুকে সবজি কাটার ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় রক্তক্ষরণ শুরু হলে তাৎক্ষণিক ওই ক্যান্টিনে থাকা অপর শ্রমিকরা তাকে উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই নিহত চায়না শ্রমিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেফায়েত জানান, বুকের বাম পাশে ছুরিকাঘাত করায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মেদ সাংবাদিকদের বলেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। সং ঝিয়াং নামে চায়না শ্রমিককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads