• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আমতলীতে মাদকসহ গ্রেপ্তার ১

আটকৃত মাদক কারবারি মোঃ কাওছার (৪৫)

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

র‌্যাবের অভিযান

আমতলীতে মাদকসহ গ্রেপ্তার ১

  • আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৯

বরগুনায়  চিহ্নিত মাদক কারবারী মোঃ কাওছার (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে  ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি ও ২০০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আজ  রবিবার ভোর ৫ঘটিকায় সময় আমতলী পৌরশহরে তার নিজ বাসা থেকে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। সে ১৪টি মাদক মামলার পলাতক আসামী

মোঃ কাওছার (৪৫) মোঃ আজাহার উদ্দিন ডিলারের পুত্র।

স্থানীয় সূত্রে জানাগেছে, আটককৃত আসামী কাওছার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক ক্রয়- বিক্রয় তার নেশা ও পেশা। তিনি এতদিন সুকৌশলে আইন শৃংঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে বরগুনা জেলার আমতলীসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা জিজ্ঞাষাবাদ শেষে রবিবার দুপুরে আটককৃত কাওসারকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে আমতলী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দলের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারী ১৪টি মাদক মামলার পলাতক আসামী কাওসারকে ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি ও ২০০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, আটককৃত কাওসারকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads