• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চকরিয়ায় যৌতুকের লোভে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আটকৃত ঘাতক স্বামী মিজানুর রহমান

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

চকরিয়ায় যৌতুকের লোভে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ ডিসেম্বর ২০১৯

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় ৭ মাস বয়সী কন্যা শিশুর মা মেরিনা আক্তার (২২) কে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে স্বামী মিজানুর রহমানের (২৫)কে আটক করেছে পুলিশ।

আজ রবিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের মা দিল নূর বেগম বলেন, শনিবার আমার মেয়ে মেরিনা বাড়ি থেকে স্বামীসহ তার শ^শুর বাড়িতে যায়। রবিবার সকালে মোবাইল ফোনে জানায় মা আমাকে বাঁচান একথা বলার পর মোবাইলের লাইন কেটে দেয়। এর এক ঘণ্টা পর অন্যজনের মোবাইল থেকে ফোন করে বলে আপনার মেয়েকে হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে এসে দেখি মেয়ে মেরিনার লাশ। নিহত মেরিনার মা বিলাপ করে বলেন মেয়ের জামাইকে যৌতুক বাবদ দাবীকৃত টাকা দিতে না পারার কারণে মেয়েকে বাচাঁতে পারলাম না। আমি প্রশাসনের কাছে হত্যার সুষ্ট বিচার চাই।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়। এ ঘটনায় তার স্বামী মিজানুর রহমানকে আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads